তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় একজন গ্রেফতার।

0
76

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় একজন গ্রেফতার।ঘটনাটি ঘটেছে, মালদার পুখুরিয়া থানার শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের, চাতর গ্রামের ঘটনা মৃত তৃণমূল কর্মীর নাম, সাদেক আলী।তার স্ত্রী, আনোয়ারা বিবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য।গত মঙ্গলবার রাত্রি থেকেই নিখোঁজ ছিল এই সাদেক আলী।হঠাৎ রাতেই মুক্তি পন চেয়ে পরিবারের কাছে ফোনও আসে।১ লাখ টাকা দিতে হবে তাহলে সাদেক আলীকে ছাড়া হবে যদিও পরিবার তরফে বলা হয় সাদেক আলীর সঙ্গে কথা বলার জন্য কিন্তু ফোন দেওয়া হয়নি ফোন কেটে দেওয়া হয়।পরে ঘুরিয়ে ফোন করতে গেলেই ফোন সুইচ অফ আসে।এই খবর পেয়ে পুকুরিয়া থানায় খবর দেওয়া হয়।এছাড়াও পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে।বুধবার প্রায় দুপুর ১২ টা নাগাদ একটি জঙ্গলের মধ্যে মৃতদেহ উদ্ধার।খবর পেয়ে ঘটনাস্থলে পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।পুখুরিয়া থানার পুলিশ তদন্ত নেমে। মালদার রতুয়া-২নং ব্লকের চাতর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সাদেক আলিকে অপহরণ করে খুন ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল মালদা পুখুরিয়া থানার পুলিশ। জানা গেছে, ধৃত যুবকের নাম মেহেরুল হক, বয়স ২৮ বছর। পুলিশের দাবী সে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত। যদিও কি কারণে এই খুন তা এখনও জানা যায়নি। খুনের কারণ খুঁজতে চলছে পুলিশি তদন্ত।অভিযুক্তকে আজ জেলা আদালতে পেশ করে পুলিশের রিমান্ডে নেওয়ার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here