তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন‍্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ‍্যান ও বক্সা ব‍্যাঘ্র প্রকল্প ।

0
887

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন‍্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ‍্যান ও বক্সা ব‍্যাঘ্র প্রকল্প । এদিন থেকে জলদাপাড়াতে শুরু হয়েছে জঙ্গল সাফারি ও হাতি সাফারি । এবছর জলদাপাড়া জঙ্গলে পর্যটকদের প্রবেশের ফি বৃদ্ধি হয়েছে । জলদাপাড়া এবছর জনপ্রতি পর্যটকদের প্রবেশ ফি ৬৮০ টাকা গত বছর ছিল ৫২০ টাকা । এবছর ১৬০ টাকা বৃদ্ধি হয়েছে ওপরদিকে হাতি সাফারি গতবছর ছিল ১০২০ টাকা এবছর বেড়ে হয়েছে ১২০০ টাকা।

ওপরদিকে আজ থেকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পে শুরু হয়েছে জঙ্গল সাফারি । বক্সা ব‍্যাঘ্র প্রকল্পে সাফারি করতে জনপ্রতি ১৬০ টাকা বৃদ্ধি হয়েছে। পর্যটন ব‍্যবসায়ীরা জানান এতে কিছুটা হলেও বোঝা বাড়লো পর্যটকদের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here