দুশ্চরিত্রের অপবাদ দিয়ে গ্রামবাসীর দ্বারা মহিলার মাথার চুল কেটে ও কপালে ৪২০ লিখে গ্রাম থেকে বিতাড়িত করার ঘটনায় চাঞ্চল্য।

0
200

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দুশ্চরিত্রের অপবাদ দিয়ে গ্রামবাসীর দ্বারা মহিলার মাথার চুল কেটে ও কপালে ৪২০ লেখে গ্রাম থেকে বিতাড়িত করা।
ক্ষেমপুর জিপির কান্ডরন বেদে পাড়ার ঘটনা। নাম – কাজলী বেদে, স্বামী – মৃত কুরবান বেদে গত দেড় দু বছর আগে তার স্বামী মারা যায় তারপর থেকে সে তার দুই মেয়েকে নিয়ে কাণ্ডরনে শ্বশুর বাড়িতেই থাকতো কিন্তু কয়েক মাস থেকে তার কতগুলো অপরিচিত পুরুষের সাথে সম্পর্ক গড়ে উঠে এমনটাই অভিযোগ করে শ্বশুর বাড়ির লোকজন সে মাঝে মাঝেই রাত্রে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতো তার শাশুড়ি এই সব বিষয় গ্রামবাসীকে জানালে গ্রামে সালিশি সভা হয় ,পরে আবার সে বাড়ি থেকে বাইরে গেলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে ও তার মাথার চুল কেটে কপালে খোদায় পড়ে ৪২০ লেখা হয় তাকে গ্রাম থেকে বিতাড়িত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here