রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমির দুর্গোৎসবের খুঁটি পুজো এবং মাটি তোলা সম্পন্ন।

0
325

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – হাতেগোনা আর কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,ইতিমধ্যেই বহু জায়গায় মন্ডপ তৈরীর কাজে ব্যস্ত মণ্ডপ শিল্পীরা, অন্যদিকে প্রতিমা তৈরিতে চরম ব্যস্ততায় মৃৎশিল্পীরা, অন্যদিকে এই উৎসবে নতুন বস্ত্র পরে উৎসবের আনন্দে মেতে ওঠার তাগিদে কেনাকাটার পর্ব শুরু করে ফেলেছে মানুষজন,শনিবার ছিল রাধা অষ্টমী,আর এই রাধাষ্টমীর পূর্ণ তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমির দুর্গোৎসবের খুঁটি পুজো এবং মাটি তোলা সম্পন্ন করা হয় মহা ধুমধামের সাথে,এই দিন এলাকার ছোট ছোট মেয়েদের রাধা সাজিয়ে এবং বাড়ির মহিলারা সাদা লাল পাড়ের শাড়ি পড়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রার জন্য দিয়ে কোলাঘাটের রূপনারায়ন নদীর গৌরাঙ্গ ঘাটে বাঙালির বিভিন্ন রীতিনীতি মেনে মাটি তোলার কাজ সম্পন্ন করা হয়, পুজো কমিটির তরফে জানানো হয়েছে পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি, সব মিলিয়ে পূজোর কটা দিন জমজমাট থাকছে কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমির দুর্গম মন্ডপ প্রাঙ্গন।