কাঁটা তার পেরিয়ে ময়ূর পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক, উদ্ধার চারটি ময়ূর।

0
3264

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাংলাদেশে পাচারের সময় চার টি ময়ূর সহ এক যুবককে গ্রেফতার করলো BSF। শনিবার রাতে ধানতলা থানার ভারত বাঙলাদেশ সীমান্ত থেকে ময়ূর সহ ওই যুবককে গ্রেফতার করে BSF। সূত্রের খবর, শনিবার রাতে দত্তফুলিয়া ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় BSF কর্মীরা খেয়াল করে একটি খাঁচায় কিছু পাখি নিয়ে তারকাটা টপকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে। জানা যায় এর পরই BSF কর্মীরা ওই যুবককে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে ওই যুবক। সেই সময় পড়ে গিয়ে গুরুতর জখমও হয় সে। এরপরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। পাশাপাশি BSF কর্মীরা উদ্ধার করে চারটি ময়ূর । উদ্ধার হওয়া পাখি সহ যুবককে গ্রেফতার করে ধানতলা পুলিশ এর হাতে তুলে দেয় BSF ধানতলা থানার পুলিশের হাতে ধৃত যুবককে রানাঘাট আদালতে হাজির করা হলে রানাঘাট মহাকুমা আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । বাজেয়াপ্ত ময়ূর গুলি রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ।