পুলিশকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করার পরেও চোদ্দ মাসের টাকা পাননি।

0
132

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পুলিশকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করার পরেও চোদ্দ মাসের টাকা পাননি। ওই টাকা ফেরতের দাবিতে এদিন পুলিশ সুপারের দারস্ত হলেন গাড়ি চালক। বালুরঘাটের বাসিন্দা ও বালুরঘাটে কর্মরত এক সাব ইন্সপেক্টর এর গাড়ি চালান ওই ব্যক্তি। গত ১৪ মাস ধরে গাড়ির টাকা একবারে দেবে বলে ওইটাকা তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন বলে এতদিন বলে এসেছেন। এবারের সেই টাকা চাইতে গেলে আর সেই টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ ওই ব্যক্তি এরপরে এদিন সোজা পুলিশ সুপারের কাছে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি