বোল্লা বদলপুর এলাকায় বদলপুর করম পূজা কমিটির পক্ষ থেকে প্রতিবছরের মত এ বছরও মহাসমারহে পালন করা হলো করম উৎসব।

0
99

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভাদ্র মাসের চাঁদ অনুযায়ী শুক্ল পক্ষের একাদশীতে প্রতিবছর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের প্রধান উৎসব করম উৎসব পালন করে থাকে। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গাছ, নদী নালা, পশু পাখি অর্থাৎ প্রকৃতির পুজো করে থাকেন। সারা বছর ভালো শস্যরাতে উৎপাদন হয়ে থাকে প্রকৃতির কাছে সেই প্রার্থনা নিয়ে করম উৎসবে শামিল হন তারা। এই বছরও সেই সেই প্রার্থনা নিয়ে সারাদেশব্যাপী পালিত হলো করম উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা বদলপুর এলাকায় বদলপুর করম পূজা কমিটির পক্ষ থেকে প্রতিবছরের মত এ বছরও মহাসমারহে পালন করা হলো করম উৎসব। যেখানে সমাজের বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বদলপুর করম পূজা কমিটির এই করম পূজার আয়োজন এই বছর কুড়ি তম বর্ষে পদার্পণ করল। এদিনের এই করম পূজা উপলক্ষে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here