স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে প্রতীকী অভিযানে সামিল কলকাতার হরনাথ স্কুলের ছাত্র ও শিক্ষক রা।

0
1667

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী মোদীর ডাকে সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই অভিযান। প্রধানমন্ত্রী মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন রবিবার সকালে এক ঘণ্টা সময় বের করে সকলে যেন এই স্বচ্ছতার অভিযানে সামিল হন। গত সপ্তাহে মনকি বাত অনুষ্ঠান থেকেই তিনি এই বার্তা দিয়েছিলেন। আগামীকাল অর্থাৎ ২ তারিখ গান্ধীজির জন্মদিন। সেদিন গান্ধীজির জন্য এই স্বচ্ছতার অভিযানে শ্রম দান করে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে সকাল গিরীশ মঞ্চ সংলগ্ন বাজারে ঝাড় দিলেন হরনাথ স্কুলের পড়ুয়ারা তাদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিলেন স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও We are The Commom People এর সদস্য বৃন্দ।