দুই দিনের অতি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ১৫ থেকে ১৬টি মাটির বাড়ি,চন্দ্রকোনারোডের সারবেরা গ্রামের ঐসব পরিবারের মধ্যে আতঙ্কের ছায়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দুই দিনের অতি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ১৫ থেকে ১৬টি মাটির বাড়ি,ফলে আতঙ্কে রয়েছেন ওই পরিবার গুলি,রবিবার এমই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়,বহু বার স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা,এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবার গুলির, এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের সরবেরা এলাকায়,স্থানীয় মানুষজনের অভিযোগ গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে বাড়িতে জল ঢোকার পাশাপাশি বাড়ির একাংশ ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি থেকে ১৬টি মাটির বাড়ি,তাই কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে ওই সব ক্ষতিগ্রস্থ পরিবার গুলি, এই মত অবস্থায় প্রশাসন যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে বহু সমস্যার সম্মুখীন হতে হবে ওইসব পরিবারগুলির,এই দিন এমনটাই জানিয়েছেন ওই সব পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *