পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে কয়েক কোটি টাকার বেশি তুলে ঝাঁপ বন্ধ করে উধাও চিটফান্ড সংস্থা, সর্বশ্রান্ত কয়েকশো আমানতকারী।

0
112

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– সারদা, রোজভ্যালি কেলেঙ্কারির পরেও হুঁশ এখনো ফিরল না আবারো সর্বস্বান্ত হল কয়েকশো আমানত কারী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারক হাটে ব্যবসায়ী সমিতির একটা অফিস নিয়ে একটি *বন্ধন মাল্টি স্টেট কোপারেটিভ সোসাইটি লিমিটেড* নামে চিটফান্ড সংস্থা কয়েক কোটি টাকার প্রতারণা করে গা ঢাকা দিল একটি সংস্থা। সমিতির অফিসে তালা ঝুলিয়ে সংস্থার কর্মকর্তারা চম্পট। প্রতারিত আমানত কারীদের অনেকেই থানার দ্বারস্থ হয়েছেন। প্রতারিত দাবি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চার বছর আগে কয়েক জন ব্যক্তি মিলে রামতারক হাট বাজার ব্যবসায়ী সমিতির, দ্বিতল ভাড়া নিয়ে ছিল। মাসিক সাড়ে চার হাজার টাকা ভাড়ার। বিনিময়ে সেখানেই গড়ে তোলা হয়ে ছিল চিটফান্ড অফিস। ১০ বছরের জন্য ১১ শতাংশ সুদের টোপ দিয়ে তমলুক এবং শহিদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে টাকা তোলা হয়। চিটফান্ড অফিস তৈরির নেপথ্যে সিপিএমের কয়েক জন নেতা সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন বলে অভিযোগ। রামতরক বাজার, কাঁকটিয়া বাজার, মেছেদা, সহ বিভিন্ন হাটে বাজার ব্যবসায়ী সমিতির অফিস ঘর ভাড়া নিয়ে চল ছিল এই চিটফান্ড ব্যবসা। স্থানীয় অনেক দোকান দার টাকা রেখে সর্বস্বান্ত হন। এছাড়া, তমলুক, শহিদ মাতঙ্গিনী ব্লকের কয়েক হাজার মানুষ টাকা রেখে ছিলেন। তাঁরাও প্রতারিত হয়েছেন। মাস কয়েক আগে সংস্থার অফিসে ঝাঁপ বন্ধ করে কর্ম কর্তারা বেপাত্তা হয়ে যায়। অফিসে এখনও তালা ঝুলছে। রামতারক হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক বীরেন্দ্রনাথ ধাড়া বলেন, এপ্রিল মাস থেকে ভাড়া বকেয়া। আমরা অফিসের দখল নেওয়ার জন্য পুলিসের সঙ্গে যোগাযোগ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here