তৃতীয় ঋতু :: রাণু সরকার।।

0
457

আকাশ জুড়ে কালো মেঘের আড়ম্বর-
মনে হয় ওপাড়ে তেজময় রোদের
দীপ্তি।
নির্জনে চোখের আড়ালে যত কাণ্ড ঘটায়
তৃতীয় ঋতু-

সব কিছুই কি ভাগাভাগি করা- সুখ দুঃখের
মতো-
এ কিকরে সম্ভব মেঘ ও রোদ প্রয়োজন মতো বেছে নেওয়া।
তুমি এলেই তো ভালো লাগে-
যদি না আসো-
না এলে কোন ক্ষতি নেই-

তবে গাছ গুলো শুকিয়ে নানা বর্ণে রঞ্জিত
হবে-
ঘুঘু শিকারের তিতিক্ষু-
শিকার না পেয়ে উড়ে গিয়ে বসবে রচনাশৈলী কোন ডালে-
এইসব প্রকৃতির সোভা কোন সঙ্কেত নয়-
যথাসময়ের পূর্বে ঘটে,
ঘটে বলেই বর্ণময় প্রতীক্ষা-
তুমি আসলে খুবই ভালো লাগবে-
না এলে তো কোন ক্ষতি নেই প্রৌঢ় বয়সে|