চৈতন্যময় সত্তা ::: রাণু সরকার।।।

0
299

কখন যে চৈতন্যময় সত্তা কায়া থেকে চলেযায় দূর বহুদূর- কেউ কি তা জানে,সেখান থেকে যে ফেরা যায় না-
যদিও বা ফিরি আবার জন্মাতে হবে-
জন্মালে সেই তো নাটকের ভুলভাল অঙ্ক কষা,
একসময় যেখান থেকে শুরু করেছিলাম ভুলে গিয়ে সেখানেই আবার উপনীত হতে হয়।

পথ তো একটা নয়-
যদি জননযন্ত্র পাঠান তবে সবগুলো পথ ঘুরে দেখা- এই পথের শুরু শেষ দুটোই আছে, শেষের পথে নৌকা আছে বাঁধা যেতে তো হবেই–
এক হলো লোকালয় আর এক হলো জনমানবহীন-
এই দুই ঘাটেরই পার আছে আসা-যাওয়ার উভয়ই কিন্তু সংকটের-
তবু চৈতন্যময় সত্তা, কায়া থেকে ঘুরে বেড়ায় দূর বহুদূর জননযন্ত্রের অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here