রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সবলা মেলার আয়োজন নদীয়ার শান্তিপুরে, উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী।

0
45

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শীতের আমেজ পড়তেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে একাধিক মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেইমতো মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সবলা মেলার। এদিন বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সাথে ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানী রাজ। এই সবলা মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন মহিলারা পিঠেপুলি, বিভিন্ন ধরনের বস্ত্র সহ বিভিন্ন রকমের উপকরণ দিয়ে স্টল সাজিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় এই সবলা মেলা অনুষ্ঠিত হয়, এ বছর প্রথম শান্তিপুরে সবলা মেলার আয়োজন করা হলো। এই মেলায় মহিলা সর্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যেসব স্টল দেওয়া হয়েছে সেখানে মহিলারা আরও স্বনির্ভর হতে পারবে এমনটাই আশাবাদী তিনি। অন্যদিকে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, গত বছর বইমেলার আয়োজন করা হয়েছিল এইবার এই প্রথম সবলা মেলার আয়োজন করা হয়। ধন্যবাদ জানাবো মাননীয়া মুখ্যমন্ত্রীকে, তিনি শান্তিপুরের এই উৎসব মুখরতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। তবে আগামী ১ তারিখ পর্যন্ত পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে চলবে এই সবলা মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here