পৌরসভার উদ্যোগে ৪ দিন ব্যাপী ২২ তম পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক মেলার মধ্য দিয়ে,মঞ্চ কাপালেন সনামধন্য শিল্পীরা।

0
63

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  জানুয়ারি মাস পড়তেই উৎসবমুখর হয়ে ওঠে গোটা বাঙালি। ঠিক তেমনি নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো ৪ দিনব্যাপী ২২ তম পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা। শীতকাল মানেই কৃষকের মাঠ ভর্তি আনাজ, বাগানে রকমারি ফল, সাথে অবশ্যই রংবেরঙের ফুল । ব্যবসায়িক উদ্দেশ্যে ইদানিং ফুল চাষ কৃষকের উপার্জনের অন্যতম জীবিকা হলেও গৃহস্থ পরিবার থেকেও সৌখিনতার কারণে ফুল চাষের প্রবণতা বেড়েছে অনেকটাই । চন্দ্রমল্লিকা পমপম ডালিয়া, গাদা, প্রভৃতি দেশীয় ফুলের সাথে বিদেশি ইনকা, জারবেরা সহ নানান ফুল বাড়ির ছোট্ট এক চিলতে জায়গায় অথবা টবে শোভা বর্ধন করে প্রায় প্রতিটা বাড়িতেই। সর্বশ্রেষ্ঠ সেই সমস্ত ফুলের টব এবং বিভিন্ন আনাজ ফলের গাছ বনসাই কলমের ফল ভর্তি ছোট গাছ এই মেলায় স্থান পায়। একদিকে যেমন মেলায় আগত দর্শকরা তা দেখে আনন্দ পান, তেমনি গাছ পরিচর্যাকারীরাও খুশি হন।
তবে শুধু ফুল ফল আনাজ দেখাই নয়, এই মেলায় প্রত্যহ থাকছে সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীদের সাথে থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, প্রখ্যাত কবি ও বাচিক শিল্পী দিধিতি চক্রবর্তী, ব্যান্ডে তন্ময়কর ও বন্ধুরা, সংগীতশিল্পী শুভমিতা ব্যানার্জি পৌশালী ব্যানার্জি অভিনেত্রী কৌশানী মুখার্জী সহ বহু স্বনামধন্য শিল্পীরা। আদিন এই মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চলচিত্র অভিনেত্রি কৌশানি মূখার্জী, জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক আই এ এস শ্রী এস অরুন প্রসাদ,মহকুমা শাসক রৌনক আগরওয়াল, শান্তিপুর বিধানসভার বিধায়ক ডঃ ব্রজ কিশোর গোস্বামী, নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য দেবাশীষ গাঙ্গুলী, পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ পুরসভার সকল কাউন্সিলর, সরকারি আধিকারিকগণ এবং সকল পৌর কর্মচারীগণ।
এদিন সকল অতিথিবৃন্দ সমগ্র মেলা ঘুরে দেখেন। রাতে মঞ্চে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী। তারপরে হাজার হাজার ভক্তবৃন্দদের সাথে নাচে গানে মঞ্চ কাপালেন পৌষালি মুখার্জী।