জীবন ও জীবিকার জন্য বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্তচিন্তার প্রসার, জল জমি বন ও বিদ্যুতের অধিকারের আহবান।

0
37

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- “জীবন ও জীবিকার জন্য বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্তচিন্তার প্রসার, জল জমি বন ও বিদ্যুতের অধিকারের আহবান” এই ট্যাগলাইন গুলোকে সামনে রেখে বিজ্ঞান চেতনা প্রসার অভিযান কর্মসূচি গত ৭ই নভেম্বর থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। সেই কর্মসূচির অঙ্গস্বরূপ আজ শনিবার সকালে ছাতনার দুবরাজপুর মোড় থেকে বারবাকড়া মোড় পর্যন্ত সুসজ্জিত ট্যাবলো সমেত একটি সাইকেল রেলি আয়োজিত হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা শাখা সংগঠনের সম্পাদক জয়দেব চন্দ্র, ছাতনা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কার্তিক চন্দ্র বাগদি, সভাপতি অশোক কর সহ বিজ্ঞান মঞ্চের একাধিক সদস্য ও বিশিষ্টজনেরা। আজ এই সাইকেল রেলিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও ছাতনার বারবাকড়া ও দুবরাজপুর মোড়ে বিজ্ঞান প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী, স্লাইড বক্তৃতা, নৃত্য সহ একাধিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মূলত বিজ্ঞান মনস্কতার প্রসারকে মুখ্য উপজীব্য করে ভারতবর্ষ জুড়ে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক এর ৪০ টি বিজ্ঞান সংগঠনকে একত্রে নিয়ে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের কর্মসূচি গ্রহণ করছে বলে জানান সংগঠনের এক সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here