স্থায়ী বাসস্থানের দাবিতে চাকদা বনগাঁ রাজ্য সড়ক অবরোধ চাকদা নবপল্লী বাসীদের।

0
23

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত মসলা নবপল্লী এলাকায় চাকদা বনগাঁ রাজ্য সড়কের পাশে পিডব্লিউডি জমিতে একাধিক অস্থায়ী বাসস্থান করে উঠেছিল দীর্ঘ কয়েক বছর আগে। বর্তমান তাদেরকে সেখান থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়। জানাজায় হাইকোর্টের নির্দেশিকায় তাদেরকে সেই সরকারি জায়গা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর পেতেই আজ সকাল থেকে চাকদা বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করে স্থায়ী বাসস্থানের দাবি তোলে ওই জমিতে অস্থায়ী ভাবে বসবাসকারী পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশ অনুযায়ী কল্যাণী মহকুমা শাসকের একাধিক প্রতিনিধি চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক ও তার একাধিক প্রতিনিধি, রানাঘাট পুলিশ ট্রেলার ২ DSP DNT সহ চাকদা থানা এবং আশেপাশে বেশ কয়েকটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে উচ্ছেদ অভিযান চালাতে। সেখানে এসে প্রশাসন দেখে ওই সরকারি জমিতে অস্থায়ী ভাবে বসবাসকারী ১৫ টি পরিবারের সদস্যরা রাজ্য সড়ক অবরোধ করে তাদের স্থায়ী বাসস্থানের দাবি তুলছে। যদিও প্রশাসন জানায় আদালতের নির্দেশেই তারা উচ্ছেদ করতে এসেছে আদালতের নির্দেশ মান্যতা দিতেই হবে। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আধিকারিকেরা দীর্ঘ আলোচনা করে। যদিও দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা সমাধান হয় ঘন্টা তিনের পরে রাস্তা অবরোধ ওঠে এবং সরকারি জমিতে গজিয়ে ওঠা ১৫ টি অস্থায়ী বাসস্থান সরানোর কাজ শুরু করে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ হওয়া ওই ১৫ টি পরিবারকে পরবর্তীতে স্থায়ী বাসস্থানযোগ্য জমি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here