দীঘায় মসজিদ তৈরীর দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে ও রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হল।

0
36

দীঘা-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নগরী দীঘায় মসজিদ তৈরীর দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে ও রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হল। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা। সেই পর্যটন কেন্দ্রে সারা দেশ থেকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন। সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবী ছিল সমুদ্র সৈকত নগরী দীঘায় একটি মসজিদের প্রয়োজন রয়েছে। বিশেষ করে সংঘ লঘু সম্প্রদায়ের মানুষেরা দীঘায় এলে নামাজের খুবই সমস্যা হয়। একটি মসজিদ থাকলে সেই সমস্যার সমাধান হবে। সেই লক্ষ্যে রবিবার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মসজিদ তৈরীর আবেদন জানানো হয়ে ছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় মসজিদ তৈরীর জায়গা চিহ্নিতকরণ হয়েছে। খুব দ্রুত মসজিদ তৈরীর কাজ শুরু হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক-মাওলানা আব্দুস সামাদ, সভাপতি মুফতি ইযাহ ইয়াহ কাশিমি, পূর্ব মেদিনীপুর জমিয়তে ওলামায়ে হিন্দের ব্লক সভাপতি ও সম্পাদকবৃন্দ, জেলা মজলিশ -এ-আমেলা ও মজলিশ-এ-মুন্তাজিমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here