ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের জেরে ভুক্তভোগী মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী।

0
39

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থী। হ্যারিকেনের আলোতেই কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময়ে। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বাড়ধূর্পা গ্রামের ঘটনা। বিদ্যুতের বিল সঠিক সময়ে দিয়ে দেওয়া সত্ত্বেও কোন কারণ না দেখিয়ে বিদ্যুৎ কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে পাঁচ ভাইয়ের মধ্যে গন্ডগোলের সূত্রপাত দীর্ঘ দিন ধরে। আর এই গন্ডগোলের জেরই গত ৩১শে জানুয়ারি রাত্রে বেলা বিদ্যুৎ দপ্তরের লোকেরা গ্রামবাসীদের চাপে পড়ে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন বলে দাবি ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর পরিবারের। পরীক্ষার সময়ে এই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় খুবই সমস্যায় ওই ছাত্রীটি বিদ্যুৎ না থাকায় তার পড়াশোনায় খুবই ব্যাঘাত ঘটছে। হারিকেনের আলোতে পড়তে তার খুবই সমস্যা হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার রঞ্জিত কুমার মন্ডল জানান বিল মেটানো থাকলে কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। এই ক্ষেত্রে বিল মেটানো থাকা সত্ত্বেও কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো তা তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন। এবং এই ব্যাপারে যাতে অতি শীঘ্র বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেই ব্যাপারে তিনি দপ্তরের কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here