আত্মজীবনী ::: রাণু সরকার।।।

0
25

এক প্রবীণ, বার্ধক্যহেতু স্থবিরতাপ্রাপ্ত,
অন্যের সাহায্য ব্যতিত থাকতেন নিজেরি কুটিরে।
জীর্ণতার কারণে সম্পূর্ণ এক বিটপী,
মস্তকে সূতোর মত সূক্ষ্ম কিছু রোম মলয়পবনে কৌতুক করে।
দেহ কাঠামোর কোন কম্পন নেই,
প্রবীণের সহগামী অস্বচ্ছন্দ-
পদচারণাহীন, তবুও অতীতের আত্মজীবনী স্নেনমমতায় আবিষ্ট।

সেই আত্মজীবনী আচ্ছাদনের আড়ালে আছে।

শুভ্র উত্তরীয়ের আড়ালে থাকে ইতিবৃত্ত-
প্রবীণ দুর্ভাবনায় নিমগ্ন, কেনো শ্বেত আবরণ
থাকবে?
আত্মচরিতের চেহারা তো কৃষ্ণবর্ণের।