ফের হরিণ আনল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।

0
49

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের হরিণ আনল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। শুক্রবার ২৯ টি হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হলো। জানা গিয়েছে, নদীয়ার বেথুয়াডাহারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এই হরিণগুলো এদিনই বক্সায় আনা হয়। এর আগে একই বনাঞ্চল থেকে ৫২ টি স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ এনে বক্সায় ছাড়া হয়। বাঘের খাবারের সংস্থান করতেই এই উদ্যোগ। একটি গাড়িতে করে এই হরিণগুলো বক্সাতে আনা হয়েছে। বক্সার কোর এলাকায় এই হরিণগুলোকে আজই ছেড়ে দেওয়া হয়েছে।