অমৃত ভারত স্টেশন হতে চলেছে বালুরঘাট রেল স্টেশন।

0
40

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- অমৃত ভারত স্টেশন হতে চলেছে বালুরঘাট রেল স্টেশন। এদিন সেই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুপুর সাড়ে বারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৫৪ টি রেল স্টেশনের পুনর্বিকাশ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমৃত ভারত স্টেশন যোজনায়। বালুরঘাট স্টেশনে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার, কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।