দীঘা রেলস্টেশন অমৃত ভারত স্টেশনে হয়ে উঠবে আরো উন্নত। ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী।

0
51

দীঘা-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীঘা রেলস্টেশন অমৃত ভারত স্টেশনে হয়ে উঠবো আরো উন্নত। ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী।ভারতীয় রেলকে ফের ঢেলে সাজানো হলো। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ৫৫০ টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্টেশন গুলিতে উন্নত ব্যবস্থা থাকবে। এই কাজে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১৫০০ ওভারব্রিজ এবং আন্ডারব্রিজও তৈরি করা হবে। এই ব্রিজগুলি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনকে যুক্ত করবে। দেশজুড়ে প্রায় ৫০ হাজার স্কুলের পড়ুয়াকে বিকশিত ভারতীয় রেল সম্পর্কে বক্তব্য, প্রবন্ধ এবং কবিতা পাঠ নিয়ে পুরষ্কারও দেওয়া হয়। আজ দীঘা স্টেশনে অমৃত ভারত স্টেশনের সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী। দক্ষিণ পূর্ব রেল ওয়ের ADMR মনীষা গোয়েল সহ প্রমুখ ব্যাক্তি বর্গ।