চন্দ্রকোনারোডে আগুনে ভষ্মিভূত তিনটি দোকানের নমুনা সংগ্রহে ফরেনসিক দল।

0
72

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে আগুনে ভষ্মিভূত হয়ে যাওয়া তিনটি দোকানের নমুনা সংগ্রহ করতে এই দিন ঘটনাস্থলে পৌঁছালো ফরেনসিকের একটি বিশেষজ্ঞ দল,এছাড়াও ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার সহ চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকর্তারা,প্রসঙ্গত গত একুশে ফেব্রুয়ারি গভীর রাতে তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে,এই আগুনে ভস্মিভূত হয়ে যায় প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র, এর পরেই তদন্ত সাপেক্ষে ওই তিনটি দোকান ব্যারিকেট করে আটকে দেওয়া হয় প্রশাসনের তরফে, অবশেষে এই দিন বিকেলে ফরেনসিকের দল এসে নমুনা সংগ্রহ করে,অন্যদিকে আগুনে ভস্মিভূত হয়ে যাওয়া একটি দোকানের মালিক জানিয়েছেন উজ্জ্বল দে জানিয়েছেন, আগুনে ভস্মিভূত হয়ে যাওয়ার পর থেকেই বেকার হয়ে রয়েছি, এই মতো অবস্থায় প্রশাসনের তরফে যদি কোন সাহায্য পাওয়া যায় তাহলে আবার পুনরায় দোকান খুলতে পারি।