মালদার ভাবুক অঞ্চলের নাবালিকা নবম শ্রেণী ছাত্রী খুনের অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল।

0
46

নিজস্ব সংবাদদাতা, মালদা–-পুরাতন মালদার ভাবুক অঞ্চলের নাবালিকা নবম শ্রেণী ছাত্রী খুনের অভিযোগে ভিত্তিতে এদিন পুরাতন মালদার খিতুরিয়া মোড় থেকে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুরাতন মালদার বিষমপুর থেকে বুধবার প্রতিবাদের ধিক্কার মিছিল বের করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে পুরাতন মালদার ৮ মাইল এসে এই র‍্যালিটি ধিক্কার জানিয়ে শেষ করেন।যেই সব দুষ্কৃতী নাবালিকা মেয়ে খুন করেছে তাদের শাস্তির দাবি জানিয়ে, তাদের ফাঁসি দিতে হবে। তারিই প্রতিবাদে এদিন মিছিল করে থাকেন জেডিপি পার্টির পক্ষ থেকে রেডিও বিজ্ঞাপন করে।