শ্রীরামপুর থেকে জুয়েল মার্ডিকে গ্রেফতার করে এবং আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়।

0
37

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৮ ফেব্রুয়ারি:-
মালদা তে গত বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিশনপুর গ্রামে এক নবম শ্রেণীর আদিবাসী ছাত্রী কে খুন করার অভিযোগে জিতু মুর্মুকে গ্রেফতার করা হয় এবং মালদা থানার পুলিশ অভিযুক্ত আসামিকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আর এক দুষ্কৃতীর খোঁজ পাও এবং এবং মালদা থানা পুলিশ মঙ্গলবার রাত্রে বিশনপুরের পাশের গ্রাম শ্রীরামপুর থেকে জুয়েল মার্ডিকে গ্রেফতার করে এবং আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জুয়েল মার্ডি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায় প্রচন্ড নেশা করে এই কুকর্ম করে ফেলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে জুয়েল মার্ডিকে সাতদিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে…..