আবারও উত্তপ্ত খেজুরি, খেজুরি দু’নম্বর ব্লকের নিচকসবায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ।

0
64

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। খেজুরি দু’নম্বর ব্লকের নিচকসবায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন কাঁথির এসডিপি ওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসামিকে গ্রেপ্তার করার জন্য নিচকসবায় ঢুকলে, লাঠি হাতে পুলিশকে ঘিরে ধরে এলাকার বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা। সামনের শারিতে ছিলেন এলাকার মহিলারা বিজেপি কর্মীরা।
লাঠি ঝাঁটা হাতে দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। কাঁথির এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দীর্ঘক্ষন আটকে রাখা হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ তৃণমূলের দলাদাসে পরিণত হয়েছে, নিচকসবা অঞ্চলে, পুলিশ বিজেপির নিরপরাধ কর্মীদেরকে গ্রেফতার করার জন্য ঢুকে ছিল। তাই এলাকার মা-বোনেরা রুখে দিয়েছে। অপর দিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।