নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আইন আইনের পথে চলবে, ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। যারা সন্ত্রাস চালাবে তাদের সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশ খালি প্রসঙ্গে বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি নদীয়ার নবদ্বীপে শ্রীচৈতন্য মঠে একটি ধর্ম সভায় উপস্থিত হন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন তিনি। উল্লেখ নদীয়ার নবদ্বীপে শ্রীচৈতন্যমঠ ও শ্রী গৌরীও মঠ প্রতিষ্ঠাতা জগতগুরু প্রভু পাদ শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাবের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে একটি ধর্মসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি আমন্ত্রণে সাড়া দিয়ে আজ সেই ধর্মসভায় উপস্থিত হন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীচৈতন্য মঠে এই দিনটি পালন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ তথা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই ধর্মসভায়। ধর্ম নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশ খালীর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। তিনি বলেন ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনায় যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছেন। যারা সন্ত্রাস চালাবে আইন ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশ খালি প্রসঙ্গে বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ...