পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে দুই দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

0
45

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে দুই দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। প্রথম দাবি:- পরিবেশ রক্ষায় বর্ধমান শহরে জলাশয় ভরাট বন্ধ করতে হবে।
দ্বিতীয় দাবী :- বর্ধমান শহরের ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্য রক্ষার্থে বাস চালানোর ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞান আন্দোলনের অন্যতম নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজ্ঞান মঞ্চের তরফে ডেপুটেশন কর্মসূচি গৃহীত হয় শুক্রবার।
কর্মসূচি শেষে রামেন্দ্র সুন্দর মন্ডল, বর্ধমান জেলা আদালতে উকিল তিনি বলেন, বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচল না করতে দেওয়ার ফলে আমাদের যারা গরীব মক্কেলরা বহু প্রান্ত থেকে আসেন সেই সমস্ত মক্কেলদের ট্রান্সপোর্টেশন খরচ দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে। আমাদের কাছে এসে তারা কান্নাকাটি করে এমনকি আমাদের যে ফিজ তার টাকাও কিন্তু ঠিকঠাক দিতে পারে না। পূর্ব বর্ধমান জেলাশাসককে বিজ্ঞান মঞ্চের দুই দফা দাবি মেনে নেওয়ার অনুরোধও জানান বর্ধমান আদালতের উকিল রামসুন্দর মন্ডল।