রাধা গোবিন্দ মন্দিরে কীর্তনে অংশগ্রহণ করতে গিয়ে একাধিক মহিলার গলা থেকে খোয়া গেল সোনার চেন।

0
35

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এতদিন গৃহস্থ বাড়ি থেকে দুঃসাহসিক চুরি ঘটনা উঠে আসতে দেখা গেছে একাধিকবার। কিন্তু আবারো ঘটে গেল এক ধর্মীয় জায়গায় আশ্চর্য ভাবে চুরির ঘটনা। রাধাগোবিন্দের ভোগ আরতির কীর্তন হওয়ার সময় একাধিক ভক্তর গলা থেকে চুরি হয়ে গেল সোনার গহনা। যদিও আশ্চর্যভাবে চুরির ঘটনায় চিন্তিত গোটা এলাকার মানুষ। ঘটনাটি নদীয়া শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের বিশ্বাস পাড়া কীর্তনের মাঠ অতি পরিচিত রাধাগোবিন্দ মন্দিরের। সূত্রাগড় অঞ্চলের এক নম্বর শান্তিগর কলোনির বেশ কিছু মহিলাদের অভিযোগ, এদিন ওই রাধা গোবিন্দ মন্দিরে বিশেষ অতিথি উপলক্ষে হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়। আর রাধাগোবিন্দর ভোগ আরতি হওয়ার সময়, তারা অংশগ্রহণ করেছিলেন মন্দিরে, ভক্তদের ভিড়ের চাপে একের পর এক মহিলার গলা থেকে সোনার চেন ছিড়ে নেয় দুষ্কৃতীরা। তবে নিমিষের মধ্যেই উধাও হয়ে যায় দুষ্কৃতীরা, তারপর কারোর হদিস পাওয়া যায়নি। চুরির ঘটনা একে অপরকে বলতে বলতে প্রায় ১০ জন মহিলার গলা থেকে ছিনতাই হয়ে যায় সোনার চেন। তবে রাধাগোবিন্দের মন্দির থেকে এইভাবে চুরির ঘটনায় মন্দির কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন অভিযোগকারী মহিলারা। শুক্রবার দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একত্রিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী মহিলারা। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।