৫ দিন ব্যাপী আর্ট ফেস্ট শহরে।

0
64

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ৫ ব্যাপী আর্ট ফেস্ট শহরে। এদিন শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে শুরু হলো পাঁচদিন ব্যাপি আর্ট ফেস্ট, কোথায় আছে বালুরঘাট নাকি সংস্কৃতির শহর শিক্ষার শহর শিল্পের শহর। এদিন সন্ধায় আতসের পরিচালনায় এবং স্ব এর বেবস্থাপানায় ৭৫ জন শিল্পীকে নিয়ে আর্ট ফেস্ট। জানাযায় ৮০ টি ছবি স্থান পেয়েছে পাশাপাশি ১০ টি ভাশকাজ্য রয়েছে। প্রতিবছর এই আর্ট ফেস্ট হয়েথাকে , প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে আর্ট ফেস্ট। বালুরঘাটের পাশাপাশি কলকাতা থেকেও ছবি এই আর্ট ফেস্টে স্থান পেয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং হিতিহাস বিদ ও গবেষক ডঃ সুমিত ঘোষ। প্রদীপ প্রজ্বলন করে পাঁচদিন ব্যাপি অনুষ্ঠানের সুভারম হয়। এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।