দক্ষিণ দিনাজপুরে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী।

0
43

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। সুপ্ত মাহফুজ জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, গঙ্গারামপুর এবং বালুরঘাটে এক কোম্পানি করে অর্থাৎ মোট তিন কোম্পানি আধা সামরিক বাহিনী আসার কথা থাকলেও শনিবার রাত্রি রাত্রি ১১ট নাগাদ আরো কম্পানি বালুঘাট থানায় এসে পৌছালো।
এদিন রাত্রে বালুরঘাটে এসে পৌঁছায় এক কোম্পানি আধা সামরিক বাহিনী (বিএসএফ)।

অপরদিকে এবং সকালেই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এক কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছায়।
কেন্দ্র বাহিনী কে দেখে প্রচুরবুদ্ধিজীবী মানুষ মনে করছেন এবারের লোকসভা ভোট তারা নির্ভয় নিশ্চিন্ত নিশ্চিন্ত ভাবে তাদের ভোট দিতে পারবেন টিএমসির অত্যাচার সহ্য করতে হবে না তারা নিজের ভোট নিজেরাই দিতে পারবেন।