জুয়ার ঠেক ও মদের ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ১০ জন, অভিযুক্তদের আজ তোলা হয় আদালতে।

0
64

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  একের পর এক বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। দায়িত্ব নেওয়ার পরই নদীয়া জেলা থেকে দুষ্কৃত দমনে এবং বেআইনি কার্যকলাপ বন্ধে সক্রিয় টিম পুলিশ সুপার কুমার সানি রাজ। এবার আবার বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার। ফের জুয়ো সাট্টার ঠেকে ও মদের ঠেকে হানা দিয়ে ১০ জন ব্যক্তিকে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, নদীয়ার কল্যানী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কল্যাণীর বুদ্ধ পার্ক এবং চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে, ১০ জনকে গ্রেফতার করেছে এবং নগদ ৭৫০০ টাকা উদ্ধার করেছে। ধৃত দশ জন ব্যক্তিকে আজ আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ।