চাপরা বিধানসভার বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার শুরু করলেন প্রার্থী এস এম সাদি।

0
18

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ২০২৪ এর লোকসভা নির্বাচনে আগেভাগেই সমস্ত দল প্রার্থী তালিকা ঘোষণা করলেও সময় মত প্রার্থী তালিকা ঘোষণা করেনি রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। জা নিয়ে জোট সম্পর্কে অনেকটাই বিতর্ক তৈরি হয়। অবশেষে মাত্র দিন কয়েক আগে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার দুটি লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ঘোষণা করে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাস, আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হলো এস এম সাদি। যদিও এই দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ভোট লড়াইয়ের ময়দানে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন দুই প্রার্থীর অনুগামীরা। মঙ্গলবার সকাল থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়ার দইয়ের বাজার সংলগ্ন এলাকা সহ চাপরা বিধানসভার বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার শুরু করলেন প্রার্থী এস এম সাদি। যদিও ভোট প্রচারের মধ্যে দিয়ে তিনি পথ চলতি মানুষ থেকে শুরু করে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করেন। লোকসভা নির্বাচনে তিনি যাতে জয় যুক্ত হতে পারেন তার জন্য আশীর্বাদ চেয়ে নেন। তবে এখন দেখার এই নির্বাচনে একদিকে যেমন শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি, অন্যদিকে তৃণমূলও কোন অংশে কম নয়। এই হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে দিয়ে কিভাবে ভোটের ময়দানে লড়াই করবে সিপিএম প্রার্থীরা তা বলে দেবে সময় আসলেই। তবে কথাই বলে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত হয়, ঠিক তেমনি নির্বাচনে সিপিএম প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে তা নিয়েই ১০০ শতাংশ আশাবাদী সিপিএম কর্মী সমর্থকরা।