বিজেপির দ্বারা আক্রান্ত তৃণমূলের সরিষা গ্রামের পঞ্চায়েত সদস্য নমিতা নাথ মহারানা ও এগরা ২ পঞ্চায়েত সমিতির সদস্য চুমকি কুন্ডু।

0
36

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতাঃ – ভোট মিটিলেও অশান্তি অব্যাহত। ভোট শেষ হওয়ার পরেও আক্রান্ত তৃণমূল। অভিযুক্ত বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের সরিষা গ্রামের ঘটনা। ষষ্ঠ দফার মেদিনীপুর আসনে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর বাড়ি থেকে বুথ কেন্দ্রের দিকে আসছিলেন তৃণমূলের সরিষা গ্রামের দুই মহিলা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যা। অভিযোগ, তাঁদেরকে দেখে বিজেপির কর্মীরা কটূক্তি করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন সরিষা গ্রামের পঞ্চায়েত সদস্য নমিতা নাথ মহারানা ও এগরা ২ পঞ্চায়েত সমিতির সদস্য চুমকি কুন্ডু। স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা তাঁদের দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি পানিপারুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান ও তৃণমূল নেতা বাবুল সাহা। স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, পঞ্চায়েতের মহিলা সদস্যাদের উপরে হামলা খুবই নক্কারজনক ঘটনা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তবে এ প্রসঙ্গে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।