মানুষকে নির্ভয়ে ভোট দানের আহ্বান জানালেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

0
27

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় শেষ পর্যায়ের প্রচারে কোন খামতি রাখছেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রচার, জনসংযোগ, ছোট ছোট সভার মধ্য দিয়ে তিনি সারছেন দৈনিক কর্মসূচি। কোন ক্লান্তি নেই। লক্ষ মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে দেশে বিকাশের লক্ষ্যকে আরো ত্বরান্বিত করা। আর সেই দিনের স্বপ্নে বিভোর তিনিও। তাই বিরামহীন কর্মসূচি। রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুই প্রতিকূলতাকে উপেক্ষা করে চলছে প্রচার অভিযান।

শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের হাত শক্ত করতে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এদিন সোনারপুর দক্ষিণ মন্ডল ৫ – এ জনসংযোগ যাত্রায় – বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়। একই সঙ্গে মানুষ কে নির্ভয়ে ভোট দানের আহ্বান জানিয়ে এলাকায় ভোটার স্লিপ বিতরণ করলেন তিনি। মানুষ আন্তরিকতার সঙ্গে তাঁকে আশীর্বাদ করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত আগামি পয়লা জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর সেই দিকে তাকিয়েই সকল মানুষ, শেষ হাসি কে হাসবে, মানুষ কাকেই বা আপন করে নেবে তা সময়ই বলে দেবে।