পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে মজবুত করতে তৎপর হয়ে পড়েছে শাসক শিবির, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সাংগঠনিক জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে ভবনে, জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়, এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এদিন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সাধারণ মানুষের কি কি সমস্যা রয়েছে সাধারণ মানুষের কাছে গিয়ে সেইসব সমস্যা শোনার বার্তা দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল দলীয় কার্যালয় ভবনে জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে আলোচনা সভার আয়োজন ।

Leave a Reply