পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মৎস্য চাষে চাষীদের আরো আগ্রহী গড়ে তুলতে ইতিমধ্যেই জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে একাধিক সুযোগ-সুবিধা, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এলাকার মৎস্য চাষীদের হাতে পোনা মাছের চারা বিতরণ করা হয়, পাশাপাশি এলাকার মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলা ও ব্লক প্রশাসনের তরফ থেকে, এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানিয়েছেন আমাদের ব্লকে বহু মৎস্য চাষী রয়েছে যাদের মধ্যে ২৫০ জনের মৎস্য কার্ড করা সম্ভব হয়েছে, তাদের প্রত্যেককেই পোনা মাছের চারা বিতরণ করা হবে, পাশাপাশি আগামী দিনেও নতুন পদ্ধতিতে যাতে তারা স্বাবলম্বী হতে পারে সেই দিকে নজর রাখবে ব্লক মৎস দপ্তর।
মৎস্য চাষে চাষীদের আরো আগ্রহী করতে কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে পোনা মাছের চারা বিতরণ।

Leave a Reply