পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের রানিসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে সিধু-কানুর আবক্ষ মূর্তির উদ্বোধন করলেন বিধায়ক। মঙ্গলবার নারায়নগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে সিধু কানুর পূর্ণ বয়ব মূর্তি বসানো হয়েছে। মঙ্গলবার উক্ত পূর্ণবয়ব মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আদিবাসী নৃত্য গানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মূর্তির। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিডিও কৌশিক প্রামানিক, মিহির চন্দ,অনাদি বারিক,সুকুমার জানা, সুপর্ণা জৈন সহ অন্যান্যরা।
রানিসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে সিধু-কানুর আবক্ষ মূর্তির উদ্বোধন করলেন বিধায়ক।

Leave a Reply