নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানায় ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত।মাথায় হাত কৃষকের। বুধবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি গ্রামে হানা দেয় একটি হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার আধা বিঘা ভুট্টা ক্ষেত। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, গতকাল রাতে জঙ্গল থেকে একটি হাতির ভুট্টা ক্ষেতে হানা দেয়।হানা দিয়ে তছনছ করে আধা বিঘা জমির ভুট্টা। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার কৃষকরা।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত।

Leave a Reply