নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহের গাজোল থানার অন্তর্গত করলাভিটা (সবুজপল্লী) এলাকায় এক নাবালিকা শিশুকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকে এর শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকারী স্বপন সরকারের কথায় তাঁর মেয়ে বয়স ৮ বছর নাম পৌলমি সরকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী,তাকে ভালো শিক্ষার জন্য এক গৃহশিক্ষক রাখেন সেখানে পড়াশোনা জন্য হঠাৎ করে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ ।
ঘটনাটি ঘটে গত ১৩ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত টিউশন শিক্ষক বিশ্বজিৎ মজুমদার, যিনি নয়াপাড়া এলাকার বাসিন্দা, সেদিন পাশের বাড়িতে টিউশন পড়াতে এসেছিলেন।ওই সময় পৌলমির টিউশন ছিল না। বাড়িতে দুষ্টুমি করছিল বলে বড় মেয়ে শিক্ষককে ডেকে আনে ছোট বোনকে ভয় দেখানোর জন্য। কিন্তু এরপর যে ঘটনা ঘটে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। স্বপন সরকারের অভিযোগ , ওই গৃহশিক্ষক ঘরের দরজা বন্ধ করে তাঁর স্ত্রী ও বড় মেয়েকে বাইরে বের করে দেন এবং তার মেয়ে পৌলমিকে প্লাইবোর্ডের বাতা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। মারধরের ফলে মেয়েটি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে প্যান্টে প্রস্রাব করে দেয়। ঘটনার পর বুধবার ওই পড়ুয়াকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে মেয়েকে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়।পরে এই এই পরিস্থিতি দেখে পরিবারের তরফে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ে করেন বলে জানিয়ে বাবা স্বপন সরকার প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তের ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
Leave a Reply