মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- অসময়ে একনাগাড়ে বৃষ্টি। আর এতেই মালদহে বোরো ধানের ব্যাপক ক্ষতি। মাথায় হাত কৃষকদের। জমি থেকে পাকা ধান তুলতে পারছেন না কৃষকেরা। গত প্রায় এক সপ্তাহ ধরে কমবেশি বৃষ্টি চলছে মালদায়। বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বোরো ধান পাকা অবস্থায় রয়েছে। ধান কাটার জন্য পরিষ্কার আকাশের অপেক্ষায় কৃষকেরা। কিন্তু, অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। অনেক জমিতে ধান গাছ নুইয়ে পড়েছে। এর মধ্যেও যাঁরা ধান কেটেছেন তাঁরা জমি থেকে তা তুলতে পারছেন না। অনেকে আবার ধান কাটার জন্য শ্রমিক লাগিয়েও বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের মুখে মালদহের ধান চাষীরা। তাঁদের আশঙ্কা, অবিলম্বে রোদ ঝলমলে পরিবেশ না হলে ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়বে। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এখন ফসলের দাম না পেলে তাঁদের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
অসময়ে একনাগাড়ে বৃষ্টি, আর এতেই মালদহে বোরো ধানের ব্যাপক ক্ষতি।

Leave a Reply