বামনহাট, নিজস্ব সংবাদদাতা:- আজ, ২রা জুন, বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে বিজ্ঞানভিত্তিক পশুপালন, কৃষিকাজ ও মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
WB CADC বলরামপুর কেন্দ্র এবং ধীসারি ফারমার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এদিন বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এই কর্মশালায় অংশ নেন। শুধু বামনহাটেই নয়, বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর এবং হোকদহ এলাকাতেও একই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। প্রতিটি কর্মশালায় তিনটি করে স্বনির্ভর দলের মোট ৩০ জন সদস্যাকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে।
এই কর্মসূচিতে WBCADC এর অফিসার ইনচার্জ তাপস কুন্ডু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে বিশদ প্রশিক্ষণ দেন। এছাড়াও, কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার এবং বীজ বপনের পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেন।
এদিনের কর্মশালায় WBCADC এর অফিসার ইনচার্জ তাপস কুন্ডু ছাড়াও ধীসারি ফারমার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর মোজাহিদ হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই কর্মশালা সম্পর্কে তাঁদের বক্তব্য আপনাদের শোনাবো।
আনন্দধারা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ।

Leave a Reply