পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের প্রাণিসম্পদ বিকাশ বিভাগীয় দপ্তরে দুইদিন ধরে চলা প্রাণী পালকদের প্রশিক্ষণ শিবির চলার পর আজ অর্থাৎ রবিবার তাদের হাতে সংশয় পত্র তুলে দেওয়া হয়, এইদিন উপস্থিত ছিলেন পঞ্চাশ সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অশোক কুমার টুডু, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিরাজুল পাঠান, কৃষি কর্মাধ্যক্ষ রামচন্দ্র, প্রাণিসম্পদ আধিকারিক ডঃ তাপস কুন্ডু, ভেটেনারি আধিকারিক ডঃ রনজিত কুন্ডু সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা, মূলত উন্নত প্রাণী পালনের লক্ষ্যে প্রাণী পালকদের এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
চন্দ্রকোনারোডে প্রাণী পালকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন।

Leave a Reply