
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- আলিপুরদুয়ার জেলার নানা প্রান্তের পাশাপাশি শ্যামাপুজো উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসীর। কালীপুজোয় বরাবর জেলাবাসীদের নতুন থিম উপহার দেয় ফালাকাটার বিভিন্ন পুজো কমিটি গুলি। এবছর ফালাকাটা গোপনগর কিশোর সংঘ ৩১তম বর্ষ শ্যামা পূজা উদযাপন করেছে। ওই পূজায় বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়ে শিল্পীদের সম্মান জানানো হয়। জানা গিয়েছে, শিল্পীদের তৈরি নানা হস্তশিল্প সামগ্রী পূজা মণ্ডপে সাজানো হয়েছে, যা সকলের নজর করেছে। এদিন পুজো উদ্যোক্তা কালাচাঁদ গোপ বলেন, “আমাদের লক্ষ্য শুধু শ্যামা মায়ের আরাধনা নয়, একই সঙ্গে বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পকে জীবন্ত রাখা। এই পূজার মাধ্যমে আমরা শিল্পীদের স্বীকৃতি দিতে পেরেছি।












Leave a Reply