হাওড়া আন্দুলে প্রতিযোগিতা মূলক শিক্ষার এক দিগন্ত খুলে দিল এমবিশন এডুকেশন সেন্টারের প্রচেষ্টায় পারুল একাডেমি।

0
242

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : হাওড়া আন্দুলে প্রতিযোগিতা মূলক শিক্ষার এক দিগন্ত খুলে দিল এমবিশন এডুকেশন সেন্টারের প্রচেষ্টায় পারুল একাডেমি। আম্বিশান এডুকেশন সেন্টারের প্রচেষ্টায় পারুল একাডেমীর আন্দুল শাখার শুভ উদ্বোধন হলো। সঙ্গে টিচার্স মিট এর আয়োজন করা হয়। পারুল একাডেমির বাংলা সহ পূর্ব ভারতের পাঠ্য পুস্তক ও সাহিত্য গ্রন্থ প্রকাশনী জগতের এক অনন্য সংস্থা। সেই পারুল প্রকাশনী হাওড়ায় প্রথম এডুকেশন সেন্টার এর সূচনা হলো আন্দুল PC ROY রোডে কর্ণধার মানিক রায়ের হাত ধরে। হাওড়া সহ পাশাপাশি জেলার ছোট শহর ও গ্রামের ছাত্র-ছাত্রীদের সময়োপযোগী পারুল একাডেমী বিশেষ ভূমিকা অবলম্বনে সহযোগিতা করবে এমনই আশাবাদী সংস্থার কর্ণধার। দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা কে পাথেয় করে সুদক্ষ ও সু নিপুন শিক্ষক মন্ডলীর দ্বারায় আধুনিক শিক্ষার জগতে নতুন নিশা তৈরি করবেন এই পারুল একাডেমি। অনলাইন অফলাইন ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতামূলক শিক্ষা ডাক্তারি , ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কমপিটিটেটিপ ও ফাউন্ডেশন এডুকেশন পরীক্ষায় নিজেদের যোগ্য করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা অবলম্বন করবে এই পারুল একাডেমী। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে ফিতে কেটে দার উদঘাটন করা হয় এডমিশন এডুকেশন সেন্টারের। সম্বর্ধনা, রাখি বন্ধন, পুষ্পস্তবক সংগীত পরিবেশনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি এক প্রাণবন্ত হয়ে ওঠে ওই দিন।