সরস্বতী পুজো উপলক্ষে মহিলাদের মিউজিক্যাল বল।

0
165

আবদুল হাই, বাঁকুড়াঃ ১৯৬৫ সালে শুরু হয় এই সরস্বতী পুজো। এই পুজোর সূচনা করেন চিত্তরঞ্জন দে।খরচ শুনলেই এখনকার যুবসমাজ চমকে উঠবে। মোট খরচ মাত্র ৩০ টাকা।আজও চলছে সেই সরস্বতী পুজো।এখন দায়িত্বে কচিকাঁচারা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুররাণী পুষ্করীনি গ্ৰামের নেতাজী সংঘ ক্লাবের পরিচালনায় মহা ধুমধামে পালিত হল সরস্বতী পুজো।এদিন এই পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল মহিলাদের মিউজিক্যাল বল। এই আর্কষণীয় খেলায় যোগ দেন বয়স্ক মহিলা থেকে শুরু করে আট ৯ বছর বয়সী শিশু। এছাড়াও এদিন অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।