কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিকশিত ভারতের অমৃত কাল সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের ১১ বছর তথা মোদি সরকারের পূর্তি উপলক্ষে এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব সাংবাদিক সম্মেলনে , সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো*
*পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি , সুকান্ত মজুমদার* –
রাজ্য সরকারের কেন্দ্রীয় বঞ্চনার উত্তর দিলেন সুকান্ত । মোদির সেবা সুশাসন এবং সবাইকে সঙ্গে নিয়ে সবার বিকাশ এটাই লক্ষ্য। তৃণমল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বঞ্চনা করে । মোদির আমলে বিরাট কাজ হয়েছে । তৃণমূল বলে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখে । ইউ পি এ ওয়ান এবং ইউ পি এ টু সময় রাত দশমিক তিন চার লক্ষ কোটি টাকা তারা ট্যাক্স ডেভিলিউশন হিসেবে পেয়েছিল । মোদি সরকার বঞ্চনা করেছে তৃণমূল কংগ্রেসের অনুসারে মোদি দিয়েছে 11 বছরে 5.24 লক্ষ কোটি টাকা। ৪ গুণ বেশি টাকা ট্যাক্স ডেভিলিউশন হিসেবে দিয়েছে মোদি । গ্র্যান্ড ইনহেডস ৭৫ হাজার কোটি টাকা ইউপিএর ১০ বছরে দিয়েছে , মোদি ১১ বছরে দিয়েছে ৩ লক্ষ কোটি টাকা দিয়েছে । শিলিগুড়ি করিডোরে টাকা দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে । কলকাতার রাস্তার রক্তে লাল হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না কলকাতায় ঢাকায় আছি। ২০১৪ থেকে ২০২১ সালে অনেক বেশি ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে । ঝাড়খন্ড উড়িষ্যা কলকাতা সংযোগ করা হচ্ছে। রায়গঞ্জে রাস্তা তৈরি করার কাজ করছে মোদি সরকার। এক হাজার তিনশো কিলোমিটার রেল ট্র্যাক তৈরি করা হচ্ছে । বহু প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য করছে মোদি সরকার । ৬১ টি প্রকল্প আছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা তৈরি করার জন্য বন্ধ হয়ে রয়েছে। স্বাধীনতার আগে যতটা মেট্রো তৈরি হয়েছিল তার থেকে বেশি মোদি সরকার পশ্চিমবঙ্গের মেট্রো তৈরি করছে। ৪০০ কোটি টাকা কলকাতা বিমানবন্দর অন্ডাল বিমানবন্দরের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বাগডোগরা বিমানবন্দরের জন্য ১৫০০ কোটি টাকা কিভাবে হয়েছে . মৎস্য পালন থেকে শুরু করে একের পর এক উন্নয়ের কাজ করছে মোদি সরকার । মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে আইনশৃঙ্খলার পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে উন্নয়ন থমকে যাচ্ছে । তৃণমূল কংগ্রেসের কর্মী পশ্চিমবঙ্গের আন্দোলন করে এবং বাংলাদেশে আন্দোলনেও যোগ দিচ্ছে। তৃণমূল ইন্টারন্যাশনাল দল হতে চাইছে । মেরিয়ানা ড্রেঞ্জ থেকে বিজেপি সরকার উদ্ধার করবে ।
*কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব*
– পশ্চিমবঙ্গের মাটিকে প্রণাম করতে ইচ্ছা করে । আধুনিক ভারতের বিভিন্ন কার্য কার্যকলাপের স্থান । পশ্চিমবঙ্গ মহা পুরুষদের কর্মস্থান । পশ্চিমবঙ্গ থেকে নোবেল পুরস্কার সহ একধিক উচ্চ স্তরের পৌঁছেছে । একসময় বলা হতো পশ্চিমবঙ্গ যেটা ভাবে পড়ে দেশ সেটা ভাবে । ছমাস ছাড়াই শুনতে হয় মহিলার অত্যাচার । মুর্শিদাবাদের ঘটনা তো রয়েছেই। মমতা ব্যানার্জির শাসন মানুষ মনে রাখবে সন্দেশখালীর ঘটনা হয়েছে । যে পশ্চিমবঙ্গ এত উচ্চতায় পৌঁছেছিল সেই পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির শাসনকালে শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং ২৬ হাজার শিক্ষকদের চাকরি গেছে । ক্যাগ রিপোর্ট বলছে দু লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না । তৃণমূলের সমর্থনে মাফিয়া , ব্যবসায়ী মানসিকতাহীন কোথাকার ফলে ব্রেন ড্রেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে । মুর্শিদাবাদ মালদায় রায়েট হচ্ছে । একাধিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ । আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করতে দেওয়া হচ্ছে না । উত্তরবঙ্গের পাহাড়ি জায়গায় মালদা থেকে শুরু করে সব জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ করতে দেওয়া হচ্ছে না । কেন্দ্রীয় সরকার ১১ বছরের আগে ফ্রেজাইল ইকোনমি ছিল । ইনভেস্ট করতে ভয় পেত ব্যবসায়ীরা । মোদি সরকার চতুর্থ অর্থনীতি করেছে। পশ্চিমবঙ্গের এখন অবস্থা গরিবের জবাব এখন সরকার থেকে পাচ্ছে না । ভারতবর্ষকে পঞ্চম অর্থনীতি থেকে বার করে চতুর্থ অর্থনীতি তে পৌঁছেছে মোদি সরকার। ব্যবসার ক্ষেত্রে সরলীকরণ থেকে শুরু করে একাধিক বিষয়ে সরলীকরণ করা হয়েছে। ১১ বছরে মোদি সরকার দুর্নীতি শেষ করেছে । মোদি সরকারের আমলে গরীবরা তাদের অবস্থার উন্নতি হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে উন্নতি করছে । কল্যাণী এমস , দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে তৃণমূল সরকার ট্রাম মেট্রো থেকে শুরু করে বিভিন্ন যাতায়াত ব্যবস্থা শেষ করে দিয়েছে । মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ডিফেন্স এর বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাইবো গ্রামীন জায়গায় ডিজিটাল ভাবে পড়াশোনার ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হয়েছে । দেশ এগারো বছরের ৫০০ বছরের পুরনো বিভাগ মিটিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে ৩৭০ ধারা সমাপ্ত করা হয়েছে । ইউ পি এ সকলের সময় আতঙ্কবাদী বিভিন্ন কার্যকলাপ করে চলে যেত । Upa সরকারের সময় আতঙ্কবাদী কার্যকলাপের করে চলে যেত আতঙ্কবাদীরা। মোদি সরকারের সময় আতঙ্কবাদী কার্যকলাপের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে মোদি সরকার অপারেশন সিদুর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোদি সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে । মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কু শাসন সরিয়ে ফেলার সময় এসে গেছে । ১১ বছরে মোদি সরকারের উপর ভরসা করেছে সাধারণ মানুষ । দুর্নীতি শেষ করে বিভিন্ন বিষয়ে এগিয়ে গেছে মোদি সরকার ।
* পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসবে
* মমতা বন্দ্যোপাধ্যায় এর কু শাসন
* অপরেশন সিদুর সম্মন্ধে মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে
* আগামী বছরের নির্বাচন সম্মন্ধে এবং অপরেশন সিদুর সম্মন্ধে
* ভারতে দূষণ সম্মন্ধে
* পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ
* পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফিক চেঞ্জ
* ক্লাইমেট চেঞ্জ
* সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করছে তৃণমূল
* নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মো মোতায়েনের পলিসি চেঞ্জ
* নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশকারী অনুপ্রবেশ
* পোস্ট পোল ভাওলেন্স / বিজেপি কর্মীদের বিরুদ্ধে
* আদি গঙ্গা দূষণ
* কলকাতায় ওয়েস্ট লেন্ড এ অবৈধ নির্মাণ
Leave a Reply