বাঁকুড়ায় করোনা আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিল বাঁকুড়া পৌরসভা।

সুদীপ সেন, বাঁকুড়া:- গত বছর করোনা সংক্রমণের সময় থেকে বাঁকুড়া শহরের করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছে বাঁকুড়া পৌরসভা।

সকলের খোঁজ নেওয়া, সুবিধা, অসুবিধার কথা জানতে ফোন করে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভর্তি করা থেকে ওষুধ পত্র সব কিছুর সাধ্যমতো জোগাড় করে পৌরসভা।

এবছর ও করোনা আক্রান্তদের খোঁজ নেওয়া, তাঁদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার কাজ করে পৌরসভা।

তার ই সূত্র ধরে ১৮/০১/২২ বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি গিয়ে কিছু ফল এবং হেলথ ড্রিঙ্কস প্রদান করেন তাঁরা।

এই কাজে নেতৃত্ব দেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। তাঁর সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান গৌতম দাস, বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত ভক্ত, আই, সি, বাঁকুড়া সদর দেবাশীষ পান্ডা ও অন্যান্য আধিকারিক গণ।

এই প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, বাঁকুড়া পৌরসভার উদ্যোগে ৩০ জন করোনা আক্রান্তের হাতে কিছু ফল তুলে দেওয়া হলো।
আক্রান্ত হলে তাঁরা বাইরে যেতে পারেন না, তাঁদের এই অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
বাঁকুড়া পৌরসভা তাঁদের নিয়মিত ফোনের মাধ্যমে সুবিধা ,অসুবিধার খোঁজ খবর নেবে। তাঁরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পৌরসভার পক্ষ থেকে এই কামনা করি।

বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত ভক্ত বলেন, তাঁদের সাথে অন্যেরা ও আছে, এই বার্তা দিতেই বাঁকুড়া পৌরসভার এই উদ্যোগ।
এই উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *