নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের নেত্রী বাহমনী সরেন, প্রতিমা গোস্বামী ও শান্তি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও নেত্রী পরিবর্তনের দাবি তুলে প্ল্যাকার্ড হাতে পঞ্চায়েত প্রাঙ্গনে বিক্ষোভে দেখালেন শতাধিক স্বনির্ভর দলেরই মহিলারা।
এদিনের বিক্ষোভকারীদের বক্তব্য স্বনির্ভর দলের নেত্রী যিনি আছেন তাদের বারবার বলার পরেও গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি যে সুযোগ-সুবিধা দেওয়া হয় তা একটিও গোষ্ঠীর সদস্যদের দেওয়া হয়নি। এমনকি সংঘ বা গোষ্ঠীর নেত্রীরা সেই প্রকল্পের বিভিন্ন জিনিস যেমন ছাগল ও গরু পর্যন্ত হিড়বাঁধের খোলাবাজারে বিক্রি করে টাকা নিজেরা ভাগ করে নিয়েছে। এমনই অভিযোগ তুললেন স্বনির্ভর দলের শতাধিক মহিলারা তাদের নেত্রীদের উপর। অন্যদিকে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করেন বলে দাবি করছেন এই বিক্ষোভে অংশ নিয়ে গোষ্ঠীর একাধিক সদস্যরা। তাদের দাবি অবিলম্বে তাদেরকে নেত্রী পদ থেকে সরানো হোক না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি পথ অবরোধের হুমকি দেন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে শতাধিক স্বনির্ভর দলের সদস্যরা।
অন্যদিকে ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বাউরী জানান, দলের মহিলাদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ছিলাম নেত্রীদের নিয়ে, তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে। তিনি আরো জানান, খোলাবাজারে ছাগল বিক্রি করার যে অভিযোগ এসেছে সেটিও তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।












Leave a Reply