নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি শান্তিপুর নোয়াখালী পাড়া এলাকায়। জানাযায় মৃত ব্যক্তির নাম রঞ্জিত চক্রবর্তী। পরিবার সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে বাড়ির একটি কাঁঠাল গাছের সাথে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্না ভেঙে পড়ে গোটা পরিবার। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তি বিভিন্ন রোগে ভুগছিল আজ ডাক্তার দেখানোর কথা ছিল। গতকাল রাতেই ঘটে এই ঘটনা। তবে আত্মঘাতির পেছনে মানসিক অবসাদ বলে অনুমান করছেন পরিবার।
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি শান্তিপুর নোয়াখালী পাড়া এলাকায়।












Leave a Reply